Header Ads

ধারা ২-(ক) ও সংজ্ঞা সহ

পুলিশ আইন

পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861

ধারা ২-ক ও সংজ্ঞা:-
সরকার সঠিক বিবেচনা করিলে বৈধ এবং আইনসঙ্গতভাবেই বিভিন্ন সময়ে বাংলাদেশকে যতগুলি প্রয়োজন ততগুলি সাধারণ ‘পুলিশ জেলায়’ বিভক্ত করিতে পারিবেন এবং বিভিন্ন সময়ে এইরূপ যেকোন সাধারণ ‘পুলিশ জেলাকে’ আবার পরিবর্তন বা বদবদল করিতে পারিবেন অথবা সঠিক বিবেচনা করিলে এইর্বপ দুই বা ততোধিক সাধারণ ‘পুলিশ জেলাকে’ আবার একত্রিত করিয়া একটিমাত্র পুলিশ জেলায় রূপান্তরিত করিতে পারিবেন।

No comments

Powered by Blogger.