Header Ads

ধারা ২-(গ) এবং সংজ্ঞা সহ

পুলিশ আইন

পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861

ধারা ২-গ।:-
এই আইনের উদ্দেশ্যে এইরূপ প্রতিটি ‘পুলিশ জেলার’ সমগ্র পুলিশ সংস্থা একটি মাত্র পুলিশ বাহিনী বলিয়া বিবেচিত হইবে। সরকারের আদেশবলে আনুষ্ঠানিকভাবে এইরূপ পুলিশ বাহিনীতে অফিসার ও সাধারণ পুলিশ কর্মচারী নিযুক্ত হইবেন এবং বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত আদেশ মোতাবেক নির্ধারিত পদ্ধতিতেই নির্ধারিত সংখ্যক অফিসার ও সাধারণ পুলিশ কর্মচারী লইয়া এইরূপ বাহিনী গঠিত হইবে। এইরূপ পুলিশ বাহিনীতে ডেপুটি সুপারিন্টেন্ডেন্টের অধস্তন পদের অফিসার ও সাধারণ পুলিশ কর্মচারীদের বেতন ও চাকুরীর শর্তাবলী এই আইনের বিধান মোতাবেক সরকার কর্র্তৃক নির্ধারিত হইবে।

No comments

Powered by Blogger.