Header Ads

ধারা ২ ও সংজ্ঞা । (জানতে হলে পড়তে হবে)

পুলিশ আইন

পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861

ধারা ২। দেশের সকল পুলিশ কর্মচারী এই আইনের অধীনে সরকারের একটিমাত্র পুলিশ বাহিনী বলিয়া বিবেচিত হইবে। এই বাহিনী গঠনে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হইবে। এই আইনের বিধান মোতাবেক সরকার নিম্নপদস্থ পুলিশ কর্মচারীগণের বেতন ও চাকুরীর যাবতীয় শর্তাবলী নির্ধারণ করিবেন।
#পুলিশ অাইন

No comments

Powered by Blogger.