ধারা ২ (ঘ) ও সংজ্ঞা সহ
পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861
ধারা ২-ঘ।:-
সরকার বৈধ ও আইনসঙ্গতভাবেই যেকোন সাধারণ পুলিশ জেলায় নিযুক্ত পুলিশ যেকোন সদস্যকে বাংলাদেশের অন্য যেকোন পুলিশ জেলার পুলিশ বাহিনীতে নিয়োগ করিতে পারিবেন এবং ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি আইনের বিধান মোতাবেক পুলিশ অফিসারগণের উপর অর্পিত ক্ষমতা, তাহারা তাহাদেরে স্ব-স্ব পুলিশ জেলার স্থানীয় আওতা বা এখতিয়ার নির্বিশেষে প্রয়োগ করিতে পারিবেন।
No comments