ধারা ৪ ও সংজ্ঞা।
পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861
ধারা ৪।সংজ্ঞা:-
দেশের সকল অংশের পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং সরকারের অনুমোদনক্রমে বিশেষ কোন ডেপুটি অথবা সহকারী ইন্সপেক্টও-জেনারেলের উপর অর্পিত হইবে। জেলার পুলিশ প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীনে জেলা সুপারিন্টেন্ডেন্টে অথবা সরকারের সিদ্ধান্তক্রমে কোন সহকারী সুপারিন্টেন্ডেন্টের উপর ন্যস্ত থাকিবে।
No comments