Header Ads

ধারা ৮

পুলিশ আইন

পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861

ধারা ৮।
এই আইনের ৪ ধারায় উল্লিখিত অফিসার ব্যতীত প্রত্যেক পুলিশ কর্মচারী নিযুক্ত হইলে একটি করিয়া নিয়োগপত্র (certificate) পাইবে। নির্ধারিত ফরমে এই সার্টিফিকেট দেওয়া হয়। ইহার বলে সে পুলিশের সকল ক্ষমতা, কর্তব্য দায়িত্ব ও সুযোগের অধিকারী হইবে। এই সার্টিফিকেট আইজি বা তৎকর্তৃক নিযুক্ত অপর কোন পুলিশ অফিসার দ্বারা মোহরাঙ্কিত হইবে। পদত্যাগ, বরখাস্ত প্রভৃতি কোন কারণে পুলিশ কর্মচারীর নিয়োগের অবসান ঘটিলে উক্ত সার্টিফিকেট উপযুক্ত পুলিশ কর্মচারীর নিকট জমা দিতে হইবে। কোন পুলিশ কর্মচারীর সাময়িক কর্মচ্যুতি বা সাসপেনশনের ফলে তাঁহার প্রাপ্ত ক্ষমতা ও অধিকারসমূহ সাময়িকভাবে বিলুপ্ত হয় না। কিন্তু শৃঙ্খলা, দায়িত্ব ও শাস্তি সম্পর্কীয় নিয়ম-কানুনগুলি সাসপেন্ড কর্মচারীর উপরেও সমভাবে প্রযোজ্য থাকিবে অর্থাৎ সাসপেন্ড হওয়া সত্ত্বেও কর্মচারী আইনানুগ (Discipline) ও দায়িত্ব মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। .
সকোল আইন একসাথে

No comments

Powered by Blogger.