Header Ads

ধারা ৪ (ক) ও সংজ্ঞা

পুলিশ আইন

পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861

ধারা ৪-ক।
(১) সরকার প্রয়োজন মনে করিলে যেকোন সময় পুলিশের একজন অতিরিক্ত ইন্সপেক্টর-জেনারেল নিয়োগ করিতে পারিবেন। (২) অনুর্বপভাবে নিযুক্ত পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর-জেনারেল, ইন্সপেক্টর-জেনারেল কর্তৃক অর্পিত কর্তব্য ও দায়িত্ব পালন করিবেন এবং উক্তরূপ কর্তব্য ও দায়িত্ব পালনে তিনি ইন্সপেক্টর-জেনারেলের অনুরূপ প্রয়োগ করিবেন। ধারা ৫। পুলিশের ইন্সপেক্টর-জেনারেল দেশের সকল জেলায় ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হইবেন। তবে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি ক্ষমতা প্রয়োগ করিবেন।.

সকোল অাইন

No comments

Powered by Blogger.