Header Ads

ধারা ২-(খ) ও সংজ্ঞা। (জানতে হলে পড়তে হবে)

পুলিশ আইন

পুলিশ আইন, ১৮৬১ The Police Act V of 1861

ধারা ২-খ।:-
সরকার বৈধ এবং আইনসঙ্গতভাবেই পুলিশের ইন্সপেক্টর-জেনারেলের ক্ষমতা প্রয়োগের জন্য এইরূপ প্রতিটি সাধারণ পুলিশ জেলার জন্য কতিপয় ব্যক্তিকে নিয়োগ করিতে পারিবেন। উক্ত রূপ ব্যক্তিগণ সরকারের অধীনে অন্য কোন পদে নিযুক্ত থাকিতে ও পারেন বা না-ও থাকিতে পারেন এবং এইরূপ সাধারণ পুলিশ জেলার মধ্যে সামগ্রিকভাবে পুলিশী প্রশাসন পরিচালনা এবং এই আইনের অধীনে অথবা অন্য কোন আইনের অধীনে পুলিশ ইন্সপেক্টর-জেনারেলকে প্রদত্ত সকল ক্ষমতা ও কর্তৃত্ব, এই সকল ব্যক্তিগণের উপর অর্পিত বা আরোপিত হইবে।

No comments

Powered by Blogger.